নিউ আলিপুরে মাদকসহ বিজেপি নেত্রী গ্রেপ্তার ।মাদক সরবরাহের অভিযোগে এক সঙ্গীসহ গ্রেপ্তার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। নিউ আলিপুরে রাস্তা থেকেই গ্রেপ্তার করা হয়। বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। কয়েক লক্ষ টাকার কোকেন সহ গ্রেফতার। মাদক কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা প্রবীর দে ও। বিজেপি নেত্রীর গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় কোকেন। ঘটনাস্থলে নিয়ে আলিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় 100 গ্রাম কোকেন পাওয়া গেছে বলে।
নিউ আলিপুরে মাদকসহ বিজেপি নেত্রী গ্রেপ্তার
শুক্রবার,১৯/০২/২০২১
769