বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় আইপিএল নিলামে সাকিব আল হাসানকে দলে নিয়ে খাতা খোলে কলকাতা নাইট রাইডার্স। দলটিতে আগে থেকেই আছেন ইয়ন মরগান, প্যাট কামিন্সদের মতো তারকা ক্রিকেটাররা। কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশের বেশির ভাগ নিয়মিত খেলোয়াড়দেরই ধরে রেখেছিল। অধিনায়ক দীনেশ কার্তিক, ইয়ন মরগান, প্যাট কামিন্স, শুবমান গিল, নিতিশ রানা, লকি ফার্গুসন, সুনীল নারাইন, শিবম মাভি, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তীদেরকে দলে রেখে দিয়েছিল।
চতুর্দশ আসরের শুরুতে সাকিবকে দলে টানে কলকাতা। এই দলেই সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়েছিল। দ্বিতীয় দল হিসেবে সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন সাকিব। এবার আর সাকিবকে নিতে আগ্রহ দেখায়নি হায়দরাবাদ। গ্লেন ম্যাক্সওয়েলকে হারানো পাঞ্জাব কিংস সাকিবকে দলে নেওয়ার জন্য বাজি ধরেছিল। তবে শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে টেনে নেয় কলকাতা।
এছাড়াও এই নিলাম থেকে কলকাতা দলে টেনেছে অভিজ্ঞ স্পিনার হরভজন সিংকে। প্রথম ডাকে অবিক্রিত থাকা করুণ নাইরকে পরে কিনে নেয় শাহরুখ খানের দল। এছাড়া শেলডন জ্যাকসন, পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার ও বৈভব অরোরাকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে কেকেআর।
একনজরে কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড : ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, নিতিশ রানা, শুবমান গিল, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাটি, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কামিন্স,
প্রসিধ কৃষ্ণ, সন্দ্বীপ ওয়ারিয়র, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সেইফার্ট, আলি খান, করুণ নাইর, হরভজন সিং, শেলডন জ্যাকসন, পবন নেগি, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা।