রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল


শুক্রবার,১৯/০২/২০২১
750

রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম হু হু করে বাড়ছে। এই মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের নাভিঃশ্বাস ওঠার জোগাড়। এর প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের সর্বত্রই পথে নামবে তৃণমূল কংগ্রেস এবং দলের শাখা সংগঠন ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠনের সদস্যরা। শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ কলকাতায় বড় মিছিল সংঘটিত করা হবে। দক্ষিণ কলকাতার যাদবপুর এবং বেহালা থেকে মিছিল সংঘটিত হবে। উত্তর কলকাতায় শ্যামবাজার থেকে মিছিলে নেতৃত্ব দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গ্যাসের দোকান গুলির সামনে বিক্ষোভ সংগঠিত করবে বঙ্গজননীর সদস্যরা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের সর্বত্র পেট্রোল পাম্পের বিক্ষোভ দেখাবে তৃণমূল ছাত্র-যুবরা। ধর্মতলায় অবস্থান-বিক্ষোভ সংঘটিত করবে মহিলা তৃণমূল কংগ্রেস। ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়েরর। বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের এই জ্বলন্ত সমস্যাকে সামনে তুলে ধরতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। তাই পথে নামবে শ্রমিক সংগঠনও। অবিলম্বে কেন্দ্রের বিজেপি সরকার বর্ধিত মূল্য প্রত্যাহার করুক এই দাবিতে সোচ্চার হবে তৃণমূলের কর্মী সমর্থকরা।

রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট