বিজেপি কর্মীদের অস্ত্র ধরার নিদান বীরভূমের জেলা সভাপতির


বৃহস্পতিবার,১৮/০২/২০২১
1029

আবারও বিজেপি নেতার মুখে হুমকি। আবারও বিজেপি নেতার মুখে হুঁশিয়ারি। গণতান্ত্রিক পদ্ধতিতে নয়, প্রতিপক্ষকে প্রতিহত করতে দলীয় কর্মীদের অস্ত্র ধরার নিদান দিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি।। দলীয় সভা থেকে লাগাতার হুমকি দিয়ে চলেছেন বিজেপি নেতারা। কখনো দিল্লি থেকে উড়ে এসে কেন্দ্রীয় নেতারা, কখনও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আবার কখনও জেলার নেতারা। হুমকি চলছেই। এবার দলীয় কর্মীদের অস্ত্র ধরার নিদান দিলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। দলীয় সভা গরম করে তুললেন কুকথায়। কয়েক দিন আগেই এই জেলারই মহম্মদবাজার থানার শ্রীকান্তপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল পুলিশকে মারার নিদান দেন। এবার জেলা সভাপতি অস্ত্র ধরার হুঁশিয়ারি দিলেন দলীয় কর্মীদের।

https://youtu.be/kuunGctyr3k
বিজেপি কর্মীদের অস্ত্র ধরার নিদান বীরভূমের জেলা সভাপতির


জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই হুঁশিয়ারির কড়া সমালোচনা করা হয়েছে। বীরভূম জেলা তৃণমূলের নেতা অভিজিৎ সিনহা বলেন, বিজেপি নেতারা বাহুবলী ভাষায় কথা বলছেন। যে ভাষা বিভিন্ন সভা-সমাবেশে বিজেপি নেতারা ব্যবহার করে চলেছেন, হুমকির সুরে যে হুঁশিয়ারি দিয়ে চলেছেন তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠবেন ভোটবাক্সে। এমনটাই মত রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট