বাংলাদেশী গৃহকর্মী হত্যা সৌদি নারীর মৃত্যুদন্ড


বুধবার,১৭/০২/২০২১
1918

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যা মামলায় গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১৪ ফেব্রুয়ারী রোববার রিয়াদের ক্রিমিনাল কোর্ট এ রায় ঘোষণা করেন। সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রায়ে গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া গৃহকর্তা বাসেম সালেমকে ৩ বছর ২ মাস কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়। এদিকে মামলার অপর আসামি ওই দম্পতির ছেলে ওয়ালিদ বাসেম সালেমের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার প্রমাণ পায়নি আদালত। তবে তাকে সাত মাস কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেওয়া হয়েছে। আবিরন ২০১৭ সালে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন। ২০১৯ সালের ২৪ মার্চ তাকে হত্যা করা হয়। পরে তার পরিবার ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহায়তায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ২০১৯ সালের ২৪ অক্টোবর তার মরদেহ দেশে আনে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট