এদিন নতুন ছন্দে বাগদেবীর আরাধনা করলেন তৃণমূল নেতা মদন মিত্র ।কলকাতায এদিন সকাল বেলায় তিনি বাগদেবীর আরাধনা করেন। তবে একেবারে নতুন ছন্দে ছন্দে মিলিয়ে এবং এদিন তিনি হাতে খড়ি দেন ও দেওযান এবং বড়দের কেও হাতে খড়ি দেওয়ান ।তবে এই হাতে খড়ি মাত্রা একটু অন্যরকম। তিনি কতগুলো শব্দ এখানে প্রয়োগ করেন। তিনি প্রথমেই বলেন ব- বাংলা, দ- দিদি ,ম- মমতা ,খ-খেলা হবে এবং ল- লাভলী অর্থাৎ বর্তমান সময়ে রাজনীতির আঙিনায় যে কথাগুলি বারবার উঠে এসেছে সেগুলি তিনি গানের ছন্দে তুলে এনেছেন । ইতিমধ্যে তার লাভলী গান মানুষের প্রশংসা পেয়েছে। পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন সদ্য তৃণমূল থেকে যারা বিজেপি তে অংশগ্রহণ করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাদের অবস্থা যে ভয়ানক হবে সে কথা তিনি এদিন গানের ছন্দে জানিয়েছেন এবং বাংলার মানুষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং থাকবেন তা তিনি জানিয়েছেন । আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চান সে কথা এদিন তিনি জানিয়েছেন । বিজেপির সংস্কৃতি কালচার তা কখনোই বাংলার মানুষের সঙ্গে মিশে না তাও তিনি এদিন আরো একবার উল্লেখ করেছেন।
নতুন ছন্দে বাগদেবীর আরাধনা করলেন তৃণমূল নেতা মদন মিত্র
বুধবার,১৭/০২/২০২১
845