বাড়িতেই চানাচুর তৈরির সহজ রেসিপি


শনিবার,১৩/০২/২০২১
3441

আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এটি হলো চানাচুর এর রেসিপি। মুড়ির সঙ্গে বিকেলের নাস্তায় চানাচুরের জুড়ি মেলা ভার। এই চানাচুর খুব সহজে বাসায়ই বানিয়ে নেওয়া যায়। জেনে নিন চানাচুর এর রেসিপিটি।

উপকরণ:

বেসন – ১/২ কেজি

কালিজিরা – ১ চা চামচ

খাবার সোডা – ১/২ চা চামচ

তেল – ১/২ কাপ ( ময়ান)

জল – ১/২ কাপের একটু বেশি

বাদাম – ২৫০ গ্রাম

চিড়া – ২৫০ গ্রাম

লবন – স্বাদ মত

বিট লবন – ১ চা চামচ

টক লবন – ১ চা চামচ

হলুদ গুঁড়া – ১ চা চামচ

মরিচ গুঁড়া – ২ চা চামচ

চাট মসলা – ২ চা চামচ

তেল – ১ ১/২ লিটার ( ভাজার জন্য)

চানাচুর এর ডিজাইন কামরাঙ্গা, লম্বা ঝুরি, চিকন ঝুরি বুন্দিয়া, বানানোর ডাইস পরিস্কার করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে।

প্রণালী:

টাটকা বেসন চেলে নিতে হবে। এতে কালিজিরা ও তেল দিয়ে ময়ান করে লবন আর জল দিয়ে ঘন গোলা করে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে চানাচুর ডাইসের উপর বেসনের গোলা রেখে হাতে চেপে চেপে তেলের উপর ফেলতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে কিচেন টাওয়েল এর উপর রাখতে হবে যেন বাড়তি তেল চলে যায়।মোটা ডিজাইনগুলো ভাজা হলে বেসনের গোলায় ৪ চামচ জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে।এটা দিয়েই এবারে চিকন ছাচের ঝুরি বানাতে হবে। সবশেষে আবারো অল্প জল দিয়ে বেসনের গোলাটা পাতলা করে বুন্দিয়া ভেজে নিতে হবে। বেসন পর্ব শেষ হলে ঐ তেলেই বাদাম ভেজে নিবো। তেল খুব গরম করে চিড়া মুচমুচে করে ভেজে তুলে নিবো। এভাবে সব ভাজা হয়ে গেলেই মুল কাজ শেষ।এবার মসলা মেশানোর পালা। বাকি সব মসলাগুলো চানাচুর গরম থাকতে থাকতেই ভালো করে হাতে ডলে মিশিয়ে নিতে হবে।ব্যাস হয়ে গেল মজার ঝাল ঝাল চটপটে চানাচুর। খুব টেস্টি হাতে বানানো চানাচুর। আশাকরি এভাবে বানিয়ে দেখবেন সবাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট