দীর্ঘ অপেক্ষার পর আজ থেকে রাজ্যে খুলে গেলো স্কুলের দরজা। যদিও শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে। অন্যান্য সকল ক্লাস ছুটিই থাকছে। কোভিড পরিস্থিতির জেরে একাধিক বিধি নির্দেশিকা জারি করে স্কুল খুললো রাজ্য সরকার। দীর্ঘদিন পর বিদ্যালয় খুলে যাওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকটি বিদ্যালয়ে প্রবেশ করার মুখে রয়েছে স্যানিটাইজার, প্রত্যেক ছাত্রছাত্রীর শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা স্কুলে ঢোকা সময় হাত স্যানিটাইজার করে ঢুকতে লক্ষ করা যায়, প্রত্যেকের মুখে মাক্স ও লক্ষ্য করা গেছে। প্রত্যেকটি বিদ্যালয় শুক্রবার খোলার আগে বিদ্যালয় চত্তর স্যানিটাইজার হয়েছে বলেও বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানা যাচ্ছে।
ঝাড়গ্রাম জেলার একটি বিদ্যালয়ের ছাত্র বলে, ” দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার পর আজ স্কুল খোলায় আমরা খুবই আনন্দিত এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে করো না বিধি মেনে আমাদের যে সমস্ত গাইডলাইন দিয়েছে আমরা তামিনি স্কুলের মধ্যে প্রবেশ করছি, এতদিন পর স্কুল খোলায় স্বাভাবিকভাবে আমরা খুবই আনন্দিত”।