শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই টেঙ্কার! আহত ড্রাইভার ও খালাসী , ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল সিমেন্ট বোঝাই টেঙ্কার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে মেদনীপুর গামী ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে এই দুর্ঘটনায় কমবেশি করে আহত হয়েছে ড্রাইভার ও খালাসী, এরপর স্থানীয়দের তৎপরতায় খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোতওয়ালি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকার টিকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে কোতওয়ালি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সমগ্র এলাকায়।
(Refurbished) Lenovo Thinkpad Laptop T480 Intel Core i7 8th Generation - 8550u Processor 16 GB Ram & 512 GB SSD, 14 Inches Notebook Computer
Now retrieving the price.
(as of সোমবার,১৭/০৩/২০২৫ ১৫:২৫ GMT +05:30 - More info)