বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও চাই। সেই লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত কয়েক হাজার মহিলা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পাহাড় থেকে সাগর, সুন্দরবন থেকে জঙ্গলমহল – রাজ্যের সমস্ত জেলা থেকেই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত হয়েছিলেন তাঁরা। হাতে তুলে নিলেন ঘাসফুলের পতাকা। রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিতে এঁরাই অক্লান্ত প্রয়াস চালান। মঙ্গলবার গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার অঙ্গীকার করলেন তাঁরা।সরকারি প্রকল্পের কাজেই ডুবে থাকতে হয় সারাদিন। সক্রিয় রাজনীতি করার সময় কোথায়? তবে এখন সময়ের ডাক এসেছে। তাই তো থাকতে হবে ” দিদির সঙ্গে।”
স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের একাধিক দাবি-দাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়েছেন। বাকি চাওয়া-পাওয়াও দিদির হাত ধরেই মিটবে, এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূলে যোগদানকারী সেলাফহেল্প গ্রুপের সদস্যরা।