লালগড়ের সভা থেকে ফের আক্রমণের ঝড় তুললেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা


মঙ্গলবার,০৯/০২/২০২১
882

ঝাড়গ্রাম:- লালগড়ের সভা থেকে ফের আক্রমণের ঝড় তুললেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বললেন, পরিবর্তন আনার জন্য মনস্থির করে নিয়েছে বাংলার মানুষ৷ বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করার সময় এসে গিয়েছএ৷  এদিন নাড্ডা বলেন, পশ্চিমবাংলায় পরিবর্তন আনার জন্যই এই ‘পরিবর্তন যাত্রা’র সূচনা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে ভাবে রাজপাট চালিয়েছেন, তার পরিবর্তন ঘটনার প্রয়োজন রয়েছে৷ সুর চড়িয়ে তিনি বলেন, ‘‘অনেক হেয়েছে মমতা, পরিবর্তন চাইছে বাংলা৷’’তিনি বলেন, সরস্বতী পুজো হোক বা দুর্গাপুজো, তা পালনের অনুমতি দেয় না বাংলার সরকার। রামমন্দিরের শিলান্যাসের দিন এখানে লকডাউন করে দেওয়া হয়েছিল৷ কিন্তু এর পাঁচ দিন আগে মহরমে অনুমতি দিয়েছিল রাজ্য সরকার৷ এর জবাব মানুষ দেবে৷ মে মাসে বাংলায় পরিবর্তন হবেই। তাঁর কথায়, এখানে শুধুই কাটমানি, তোলাবাজি। আম্পান ক্ষতিপূরণে বাংলাকে ২০৭৫ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। হাইকোর্ট আম্পান দুর্নীতির তদন্তের জন্য সিএজি তদন্তের নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধে মমতা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে৷ এখানে কাজ করছে শুধু মোদী সরকার আর তা আটকাচ্ছে তৃণমূল।তিনি বলেন, ‘বাংলায় আদিবাসী মহিলারা সুরক্ষিত নন। কেন্দ্র কম দামে চাল পাঠায় কিন্তু রাজ্য তা দেয় না। দুর্ভাগ্যজনকভাবে শবর জাতির ৮ জন না খেতে পেয়ে মারা গিয়েছেন। এর বিরুদ্ধে সরব হতে হবে৷ তোপ দেগে নাড্ডা বলেন, ‘জয় শ্রীরাম স্লোগান দিলেই মমতা রেগে যান। আর  অন্যদিকে তোষণের রাজনীতি চালাচ্ছেন। ভালো কাজ তো করতে পারবেন না, তাই এবার প্রায়শ্চিত্ত করুন।’ 
তিনি বলেন, নরেন্দ্র মোদী বাংলায় ইস্ট-ওয়েস্ট মেট্রো, ফ্রেট করিডোর, রাস্তা, সামাজিক সংস্কারের কাজ করবেন৷ করোনার সময় মোদীজির পাঠানো চাল চুরি করা হয়েছে৷ কেন্দ্র যখনই উন্নয়ন মূলক কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে বাধা সৃষ্টি করেছে৷ উনি বারবার বলেছেন, বাংলাকে বঞ্চনা করা হয়েছে৷ আসলে মোদীজি নয়, উনিই বাংলার সঙ্গে অন্যায় করেছেন৷ বাংলায় মায়ের সম্মান হয়নি, মাটিকে রক্ষা হয়নি আর মানুষ জন্য চিন্তা করা হয়নি৷ গত দশ বছরে বাংলায় শুধুই তোলাবাজি, তোষণের রাজনীতি হয়েছে। তাঁর কথায়, রাজ্যে বিরোধীদের কন্ঠরোধ করা হয়েছে৷ বাংলায় ১৩০ জন বিজেপি কর্মী খুন হয়েছেন।  বাংলায় সবচেয়ে বেশি মানব পাচার, মহিলাদের উপর অ্যাসিড অ্যাটাক, ধর্ষণ, গার্হস্থ্য হিংসা ও খুনের চেষ্টা হয়েছে৷ 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট