Categories: বিনোদন

নুসরাত এখন অতীত, নিখিল কি এবার শ্রাবন্তীকে নিয়ে শুরু করলেন পথ চলা ?

সময়ের ফেরে সবই পালটে যায়। সম্পর্করা নতুন গতিপথ খুঁজে নেয়। প্রায় বছর খানেক আগের কথা। স্বামী নিখিল জৈনের রঙ্গোলির অঙ্গ হিসেবে ‘ইউভ’ ক্লোদিং লাইন শুরু করেছিলেন নুসরত জাহান। নিজেন ‘সন্তানসম’ সেই ব্র্যান্ডের বর্ষপূর্তির অনুষ্ঠানে দেখা গেল না অভিনেত্রী-সাংসদকে। সংস্থার ওয়েবসাইটে এখনও নুসরতের ছবি রয়েছে।

কিন্তু এক বছরের সেলিব্রেশনে যে ফ্যাশন শোয়ের আয়োজন হয়েছিল সেখানে নুসরতের ঘনিষ্ঠ স্টাইলিস্ট স্যান্ডি উপস্থিত থাকলেও তিনি ছিলেন না। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে নিখিল আবার লিখেছেন, “নুতন সূচনা”। তাহলে কি নুসরতকে ছাড়াই নতুন সূচনা? এই প্রশ্নই তুলেছেন অনেকে। এই ঘটনায় আবার নাম জড়িয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ইউভ’ কালেকশনের শাড়ি পরা ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী।

এরপরই অনেকে আবার প্রশ্ন তুলেছেন, তাহলে কি নুসরতের বদলে শ্রাবন্তী সংস্থার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন? উল্লেখ্য, গত বছর থেকেই নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার কথা শোনা যাচ্ছে। নিখিলের সঙ্গে নয়, ব্যক্তিগত কারণে আলাদা বাড়িতে থাকছেন, একথা ‘সংবাদ প্রতিদিন’কে জন্মদিনে নুসরত নিজেই জানিয়েছিলেন। অক্টোবরের পর থেকে নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরতের সঙ্গে তাঁর আর কোনও ছবি দেখা যায়নি। নুসরতের প্রোফাইলেরও প্রায় একই পরিস্থিতি।

এরমধ্যেই আবার অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় অভিনেত্রী-সাংসদের রাজস্থান সফরের পর থেকে। ওদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের তিক্ততার কথাও শোনা গিয়েছে। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলোও করেছেন শ্রাবন্তী-রোশন। এমন পরিস্থিতিতে শ্রাবন্তীর অঙ্গে ‘ইউভ’ ব্র্যান্ডের শাড়িতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

আন্দোলনের নামে পুড়ে ছাই বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড “জলের গান”

'বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি/ শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক…

1 month ago

বাংলাদেশ : মাথায় রাখতে হবে ঘুমন্ত সব রা*ক্ষস এখন জেগে উঠবে

মুহাম্মদ হোসাইন: একটা বিষয় পরিষ্কার বলে দেই। পাবলিক ভার্সিটির কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাধারণ জনগনের…

1 month ago

ছেলের হাতে খুন “মা”, ঘটনার জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য

ছেলের হাতে মা খুন, প্লাস্টিক মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে। রাতেই মহিলার রক্তাক্ত দেহ…

1 month ago

AIIFA টেকসই স্টিল উৎপাদক সমিতি কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করলো

কলকাতা: এআইআইএফএ টেকসই স্টিল উৎপাদক সমিতি, যা সেকেন্ডারি স্টিল শিল্পের অনন্য কণ্ঠস্বর, আজ কলকাতার দ্য…

1 month ago

মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ৭ লক্ষ টাকা লুঠ

দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে সর্বস্ব লুট করে চম্পট দুষ্কৃতী দলের।…

2 months ago

২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু, সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতারা

শুধু শহীদ স্মরণ নয়, লোকসভা নির্বাচনে বিরাট সাফল্যের পর রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর সমাবেশ। একুশে জুলাই…

2 months ago