বাংলাদেশে টিকা নিয়েছেন প্রধান বিচারপতিসহ ৫৫ বিচারপতি


রবিবার,০৭/০২/২০২১
602

ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন।  ৭ ফেব্রুয়ারি রোববার দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া টিকাদান কর্মসূচি উদ্বোধনের পরপরই এ টিকা নেন তারা। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি রোববার বিকেল ৩ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেন। এছাড়া রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬ বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪৮ বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন। সুপ্রিম কোর্টের মোট ৫৫ জন বিচারপতি টিকা নিয়েছেন। এদিন সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এর মাধ্যমে দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে একযোগে টিকাদান শুরু হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট