ডেস্ক রিপোর্ট, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা গ্রহণ করলে দেশবাসী আরও সাহস পাবে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ৭ ফেব্রুয়ারি রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএসইউ) ভ্যাকসিন সেন্টারে করোনা টিকা গ্রহণ করার পর দেশবাসীর উদ্দেশে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খুব ভাল আছি। ভয়ের কোনও কারণ নাই। দেশবাসীকে আহবান করছি-যার যখনই তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। এটা আপনার কর্তব্য, জাতির কর্তব্য, দেশের কর্তব্য। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আমি আরও বলতে চাচ্ছি-আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকা নিয়ে যান দেশবাসী আরও সাহস পাবে, আস্থা পাবে। ভয়ের কোনও কারণ নাই। তবে আমার একটা কামনা, আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে সব সাধারণ মানুষ যেন টিকা পায়। রোববার বেলা একটার দিকে বিএসএমএসইউ’র ভ্যাকসিন সেন্টারে এসে পৌঁছান ৭৯ বছর বয়সী জাফরুল্লাহ চৌধুরী। পরে এক নম্বর বুথে ৬৬ নম্বরে তার নাম নিবন্ধন করা হয়।
বাংলাদেশে প্রধানমন্ত্রী টিকা নিলে দেশবাসী আরও সাহস পাবেন: জাফরুল্লাহ
রবিবার,০৭/০২/২০২১
519