পঞ্চাশোর্ধ ব্যক্তিদের করোনা টিকাকরণ শুরু মার্চ থেকে


শনিবার,০৬/০২/২০২১
612

মার্চ থেকে করোনা টিকাকরণের তৃতীয় দফা শুরু হবে ৫০ বছরের বেশি বয়সী মানুষদের জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন। ২০২০১-২২ এর বাজেটে (Union Budget) টিকাকরণ কর্মসূচীর জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। প্রয়োজনে বাজেট বাড়ানো হতে পারে বলে সূত্রের খবর। মার্চ মাসে সারা দেশে প্রায় ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হতে পারে। জেনে রাখা দরকার ১৬ জানুয়ারি থেকে সারা দেশে করোনা টিকাকরণ কর্মসূচী শুরু হয়েছে। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, প্রথম দফায় দেশের স্বাস্থ্যকর্মী, চিকিত্সক, সাফাইকর্মী ও কোভিড যোদ্ধাদের টিকাকরণ হবে। তার পর দেশের বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়া হবে। টিকাকরণ কর্মসূচী তাই সেভাবেই এগোচ্ছে। এদিকে, টিকা নেওয়ার পর সারা দেশে মোট ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে সরকারের তরফে জানানো হয়েছে, তাঁদের মৃত্যুর জন্য Corona টিকা কোনওভাবেই দায়ি নয়। যে দুটি Vaccine-এর ব্যবহারিক প্রয়োগের অনুমতি দেয়েছে ড্রাগ কন্ট্রোলার, সেগুলি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক।সামনের মাসে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচী কবে থেকে শুরু হবে,তা নিয়ে এখনও কোনও তারিখ ঘোষণা করেনি কেন্দ্র। তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানা গেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট