৩০ জন মহিলার BJPতে যোগদান


শুক্রবার,০৫/০২/২০২১
838

ঝাড়গ্রাম:- বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। ভোটের মুখে দলবদলের হিড়িক। শাসক-বিরোধী সব পক্ষই এখন ঘর গুছোতে ব্যস্ত। ঝাড়গ্রাম জেলায় তৃণমূল র ঘরে ভাঙ্গন ধরিয়ে বিজেপি নিজের পরিবার শক্ত করতে শুরু করেছে । শুক্রবার ঝাড়গ্রাম জেলার জাম্বনী মন্ডলের ২টি অঞ্চল থেকে সেলফ হেল্প গ্রূপের ৩০জন্য মহিলা ঝাড়গ্রাম জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী রিমঝিম সিং র হাত ধরে বিজেপিতে যোগদান করলেন ।

ঝাড়গ্রাম জেলা BJP মহিলা মোর্চার সভানেত্রী রিমঝিম সিং বলেন ” নরেন্দ্র মোদী র উন্নয়ন র কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে আজ মহিলারা বিজেপি তে যোগদান করলেন ”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট