নয়া ৩ কৃষি আইন নিয়ে ফের তোলপাড় রাজ্যসভা। আজ সংসদের অধিবেশন শুরু হতে না হতেই কৃষি আইন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। নয়া আইনে বিরোধিতায় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টি এর ৩ সাংসদ। চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু প্রথমে এ ব্যাপারে ওই ৩ সাংসদ সঞ্জয় সিংহ, এনডি গুপ্ত এবং সুশীল গুপ্তকে সাবধান করেন। কিন্তু তাতেও উত্তেজনা অব্যাহত থাকায় কিছুক্ষণ পর ওই ৩ সাংসদকেই সাসপেন্ড করেন চেয়ারম্যান। ২৫৫ ধারা মোতাবেক সাসপেন্ড করা হয় তাঁদের । জেনে নেওয়া দরকার গত শুক্রবার সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। দফায় দফায় কৃষক আন্দোলনের আঁচ এসে পড়ে রাজ্যসভাতে। গতকাল রাজ্যসভার অধিবেশন বসতেই বিরোধী দলগুলির তরফে একটি মুলতুবি প্রস্তাব দেওয়া হয়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, ডিএমকে-সহ একাধিক দলের তরফে এই মুলুতুবি প্রস্তাব দেওয়া হয়।
বিরোধী দলগুলির আনা মুলতুবি প্রস্তাবে দাবি ছিল যে, রাজ্যসভায় অবিলম্বে কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন চেয়াম্যান ভেঙ্কাইয়া নায়ডু। এরপর জানান, আজ বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরু হবে। আজ অধিবেশন শুরু হতেই কৃষি আইনের বিষয়টি তুলে ধরেন বিরোধীরা। কৃষক আন্দোলন নিয়ে এই পরিস্থিতির সমাধানে ৫ ঘণ্টার আলোচনা দাবি করে ১৬টি বিরোধী দল। সরকার সম্মতি দেয়।
তবে এর কিছুক্ষমের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান ঘোষণা করেন ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের পর কৃষকদের বিষয়টি নিয়ে আলোচনা হবে, তখনই ফের প্রতিবাদ জানান আপ-এর ৩ সাংসদ। তাঁরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করেন। নায়ডু তাঁদের সাবধান করে ২৫৫ নম্বর আইন আরোপ করে সাসপেন্ডের হুঁশিয়ারি দেন। এরপর সংসদের ভিতরে শোরগোল করায় ওই ৩ আপ সাংসদকে নায়ডু সাসপেন্ড করেন বলে জানা গেছে।
Barcode স্টিকার তৈরি করার প্রক্রিয়াটি খুবই সহজ, তবে নির্ভর করে আপনি কিসের জন্য এটি বানাচ্ছেন—ব্যবসার…
কলকাতা, ১৪ এপ্রিল ২০২৫:নববর্ষের আগের দিনেই শহরবাসীকে বিশেষ উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বরের পর…
মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল ২০২৫:এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। ভাত বসিয়েই কেউ দৌড়েছেন প্রাণ বাঁচাতে। রাতারাতি…
নন্দীগ্রাম, ১৫ এপ্রিল ২০২৫: বাংলা নববর্ষের সকালেই ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে পথে নামলেন রাজ্যের বিরোধী…
কলকাতা, ১৫ এপ্রিল ২০২৫: রাজ্যের একের পর এক অশান্ত ঘটনা— মুর্শিদাবাদ, ভাঙড় — সব মিলিয়ে…
ভাঙড়: মুর্শিদাবাদে ঘটনার আঁচ না মিটতেই এবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এলাকায়…