নয়া ৩ কৃষি আইন নিয়ে ফের তোলপাড় রাজ্যসভা। আজ সংসদের অধিবেশন শুরু হতে না হতেই কৃষি আইন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। নয়া আইনে বিরোধিতায় সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন আম আদমি পার্টি এর ৩ সাংসদ। চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু প্রথমে এ ব্যাপারে ওই ৩ সাংসদ সঞ্জয় সিংহ, এনডি গুপ্ত এবং সুশীল গুপ্তকে সাবধান করেন। কিন্তু তাতেও উত্তেজনা অব্যাহত থাকায় কিছুক্ষণ পর ওই ৩ সাংসদকেই সাসপেন্ড করেন চেয়ারম্যান। ২৫৫ ধারা মোতাবেক সাসপেন্ড করা হয় তাঁদের । জেনে নেওয়া দরকার গত শুক্রবার সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। দফায় দফায় কৃষক আন্দোলনের আঁচ এসে পড়ে রাজ্যসভাতে। গতকাল রাজ্যসভার অধিবেশন বসতেই বিরোধী দলগুলির তরফে একটি মুলতুবি প্রস্তাব দেওয়া হয়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, ডিএমকে-সহ একাধিক দলের তরফে এই মুলুতুবি প্রস্তাব দেওয়া হয়।
বিরোধী দলগুলির আনা মুলতুবি প্রস্তাবে দাবি ছিল যে, রাজ্যসভায় অবিলম্বে কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন চেয়াম্যান ভেঙ্কাইয়া নায়ডু। এরপর জানান, আজ বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা শুরু হবে। আজ অধিবেশন শুরু হতেই কৃষি আইনের বিষয়টি তুলে ধরেন বিরোধীরা। কৃষক আন্দোলন নিয়ে এই পরিস্থিতির সমাধানে ৫ ঘণ্টার আলোচনা দাবি করে ১৬টি বিরোধী দল। সরকার সম্মতি দেয়।
তবে এর কিছুক্ষমের মধ্যেই রাজ্যসভার চেয়ারম্যান ঘোষণা করেন ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের পর কৃষকদের বিষয়টি নিয়ে আলোচনা হবে, তখনই ফের প্রতিবাদ জানান আপ-এর ৩ সাংসদ। তাঁরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করেন। নায়ডু তাঁদের সাবধান করে ২৫৫ নম্বর আইন আরোপ করে সাসপেন্ডের হুঁশিয়ারি দেন। এরপর সংসদের ভিতরে শোরগোল করায় ওই ৩ আপ সাংসদকে নায়ডু সাসপেন্ড করেন বলে জানা গেছে।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…