পৃথিবীব্যাপী অতিমারির কারণে 2021 এর কলকাতা বইমেলার ভবিষ্যৎ নিয়ে কালো মেঘ তৈরি হয়েছিল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের বৃহস্পতিবারের ঘোষণায় খুশির হাওয়া বইপ্রেমীদের মধ্যে।
মেঘ সরল কলকাতা বইমেলার। করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে থাকা ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করলেন বুক সেলার্স এন্ড গিল্ডের কর্তারা। 2021 সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা আদৌ হবে কিনা তা নিয়ে বইপ্রেমীদের মধ্যে অনিশ্চিয়তা দেখা গিয়েছিল। বুক সেলার্স এন্ড গিল্ডের কর্তাদের এদিনেন ঘোষণার পর সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেল।
এবছরও সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা। ফোকাল থিম কান্ট্রি হিসাবে থাকছে বাংলাদেশ। 2021 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। একইসঙ্গে 2021 বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার 50 বছর। তাই আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2001 উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে। জানালেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স দিল্লির সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ করা হচ্ছে বলে জানান তিনি।
এদিনের সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, বুক সেলার্স এন্ড গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সহ অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের আরও বেশি প্রকাশক এবারের বই মেলায় অংশ নিতে আগ্রহী বলে জানান তৌফিক হাসান। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ পালিত হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। ঘোষণা করেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তারা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…