এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়


বুধবার,০৩/০২/২০২১
664

এখনই খুলছে না ররাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক করেন। এদিনের বৈঠকে কোভিড পরিস্থিতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও সেমিস্টার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বর্তমান কোভিড পরিস্থিতিতে যেভাবে অনলাইনে সেমিস্টার হচ্ছে বাকি সেমিস্টার ওই পদ্ধতিতে নেওয়ার পক্ষে মত দেন উপাচার্যরা। পার্থ চট্টোপাধ্যায় বলেন, কোনভাবেই স্বাস্থ্যবিধিকে আলগাভাবে নেওয়া যাবে না। সে বিষয়ের ওপর জোর দেওয়া হয়।

স্বাস্থ্যবিধি মেনে হোস্টেল খোলা সম্ভব নয় বলে উপাচার্যরা জানিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী। এদিন শিক্ষামন্ত্রী আরও জানান কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো কিভাবে করা যায় তা নিয়ে আলোচনায় উঠে আসে। এ বিষয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট