জল, রাস্তা, নিকাশির দাবিতে অবরোধ হাওড়ায়


বুধবার,০৩/০২/২০২১
2644

খানাখন্দে ভরা রাস্তাঘাট। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। এর পাশাপাশি এলাকায় রয়েছে পানীয় জলেরও হাহাকার। রয়েছে জল নিকাশির সমস্যা। এরই প্রতিবাদে আজ সকালে অফিস টাইমে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কোনা তেঁতুলতলা পেয়ারাবাগান অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি জল চাই, রাস্তা চাই। নিকাশির সমাধান চাই। প্রশাসনের কাছে এই দাবিতে তারা রাস্তা অবরোধ শুরু করেন। চলে বিক্ষোভ। এই অবরোধে সামিল হন এলাকার মহিলারাও। প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দিতে থাকেন। এদিকে, এই অবরোধের জেরে বেনারস রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। যতক্ষণ না প্রশাসন পানীয় জল, নিকাশি এবং রাস্তাঘাটের সমস্যা নিয়ে আশ্বাস না দিচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে আন্দোলনকারীরা হুমকি দেন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে আসে পুলিশ। প্রশাসনের আশ্বাসের পর বেলা ১২টা নাগাদ অবরোধ ওঠে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বেহাল রাস্তার হাল ফেরানো, পানীয় জলের পরিষেবা চালু এবং এলাকায় জমে থাকা জল সরানোর দাবিতেই এদিন স্থানীয় বেনারস রোড অবরোধ করেন তাঁরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট