“সেফ ড্রাইভ ,সেভ লাইফ ” সচেতনতা মূলক প্রচার ঝাড়গ্রাম জেলা ট্রাফিক পুলিশের


সোমবার,০১/০২/২০২১
987

ঝাড়গ্রাম:- ২০১৬ সালের ৮ ই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেছিলেন যার ফলে রাজ্যে কয়েক বছরে কমেছে পথ দুর্ঘটনার হার । এই প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত সচেতনতার প্রচার করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন, যার সুফল মিলেছে হাতে নাতে, শহরের পথ দুর্ঘটনা র হার কমে যাওয়ায় টা প্রমান করে ।

সেই দিক থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও ব্যতিক্রম নয়, ঝাড়গাম জেলা পুলিশের উদ্যোগে চলতি মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে ক্রমাগত সচেতন এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে মানুষকে বোঝানোর ফলে ঝাড়গাম জেলা জুড়ে মিলেছে তার সুফল, কমেছে পথ দুর্ঘটনা ।

সোমবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলা শহর জুড়ে মোটরসাইকেল ৱ্যালি মাধ্যমে সেফ ড্রাইভ ও শেভ লাইফ কর্মসূচি পালন করা হয় । এই ৱ্যালিতে ঝাড়গ্রাম জেলা ট্রাফিক পুলিশের অফিসার, সিভিক, এবং ওসি চন্দন সামন্ত অংশগ্রহণ গ্রহণ করেন । প্রত্যেকে মাথায় হেলমেট পরে এই ৱ্যালিটি তে অংশগ্রহণ করেছিলেন এবং ৱ্যালি টি গোটা ঝাড়গ্রাম জেলা শহর পরিক্রমা করে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট