দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করায় বিক্ষোভ অব্যাহত হাওড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এক বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। কৃষি বিলের বিরুদ্ধে, অমিত শাহদের বিরুদ্ধে মিছিল করা হলেও, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরানোর পাশাপাশি রাজীবের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, “আজকের মিছিল বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। আজকের মিছিল গদ্দারদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে হুঁশিয়ার হাওড়ার বাঁকড়া অঞ্চলের মানুষ, ডোমজুড় অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কৃষক স্বার্থে এই মিছিল হয়েছে।”
রাজীবের ছবিতে জুতোর মালা। বিক্ষোভ বাঁকড়ায়।
রবিবার,৩১/০১/২০২১
962