শনিবারই হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন বিশেষ বিমানে। সেখানে অমিত শাহের বাড়িতে গিয়ে দেখাও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য দলত্যাগী নেতারা। পদ্মদলে যোগ দেন তাঁরা। এদিকে, এরপরই আজ রবিবার সকালে হাওড়ায় রথীন চক্রবর্তীর বাড়ির সামনে দেখা যায় কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে। হাওড়া নাগরিক সমাজের নামে দেওয়া হয় ওই পোস্টার। তাতে লেখা, “চিনে রাখুন লোভী ধান্দাবাজ বর্বর এই চিকিৎসককে। বামফ্রন্ট রাজত্বে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেছেন। তৃণমূল রাজত্বে মেয়র হয়ে প্রতিনিধি দ্বারা কনট্রাক্টর, প্রোমোটরদের কাছ থেকে কোটি কোটি টাকা লুঠ করেছেন। এবারে গেরুয়া শিবিরের দিকে পা বাড়িয়েছেন। ভবিষ্যতে জনগণ এদের বিচার করবেন।” প্রসঙ্গত একুশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে দলবদলের হিড়িক ততই বাড়ছে ।
হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন। তাঁকে নিয়ে রাজনৈতিক মহলে কম গুঞ্জন হয়নি । এবার তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। আর এরপরই হাওড়ার নাগরিক সমাজের নামে তাঁর বাড়ির সামনে ওই পোস্টার পড়েছে।