চন্দননগরের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ চন্দননগরে একগুচ্ছ উন্নয়ন মূলক কাজের উদ্বোধন, সরকারি বাড়ির অনুমোদন প্রদান ও দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।সকাল ১১টা ৩০মিনিটে চন্দননগর ৯ নং ওয়ার্ডে নতুন ডিপ টিউবওয়েলের উদ্বোধন করেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর বেলা ১২টার সময় চন্দননগর স্ট্রান্ডে মহাত্মা গান্ধীজীর মূর্তিতে মাল্যদান করে গান্ধীজীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১২টা ৩০ মিনিটে চন্দননগর রবীন্দ্রভবনে প্রবেশের পূর্বে রবীন্দ্রভবনে অবস্থিত কবিগুরুর মূর্তি তে মাল্যদান করে রবীন্দ্রভবনে কর্মসূচীতে অংশগ্রহণ করেন। বেলা ১টায় চন্দননগর রবীন্দ্রভবনে চন্দননগরের নাগরিক দের হাতে হাউসিং ফর অল প্রকল্পে বাড়ি তৈরীর অনুমোদন পত্র তুলে দেন।
দুপুর ২টোয় চন্দননগরের ১১নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডে বসবাস কারী ১০০জন মৎসজীবীকে তাঁতির বাগান, মসজিদ মাঠে আমন্ত্রণ করে তাদের কাজের সুবিধার্থে জাল ও হাঁড়ি প্রদান করেন।