কলকাতা পুরসভায় স্বাস্থ্যসাথী নিয়ে শহর কলকাতার 42 টি বেসরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন পুর কর্তারা। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রশাসক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম ও মালা রায় সহ অন্যান্য ব্যক্তিরাও। বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানিয়েছেন বৈঠক সম্পন্ন হয়েছে ভালোভাবেই এবং বিভিন্ন বিষয় উঠে এসেছে। মূলত তিনি জানিয়েছেন সমস্ত হাসপাতালে আধিকারিকরা এবং অধিকর্তারা তারা জানিয়েছেন স্বাস্থ্যসাথী প্রকল্প একটি অভিনব উদ্যোগ। তার মাধ্যমে অনেক মানুষেরই সুবিধা হচ্ছে এবং তারা অনেকেই চান যে 5 লাখ টাকা ইন্সুরেন্স করা হয়েছে তার পরিমাণ কিছুটা বাড়ানো হোক এবং সমস্ত রকম পরিষেবা পাওয়ার জন্য সব বেসরকারি হাসপাতালকে যেন নিয়োজিত না করা হয় ।সে ক্ষেত্রে কিছু বিভাজন যেন করা হয় কিছু ইমার্জেন্সি ও ক্রিটিক্যাল কেসের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল গুলো যেন বিভক্ত করে দেওয়া হয়। একই বক্তব্য শোনা যায় আমরি হাসপাতাল এর সিইও রূপক বড়ুয়া মুখেও। তিনিও জানিয়েছেন বৈঠক আগামী দিনে আরও অনেকবার হবে ।তবে তাদের দাবি মূলত সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সি গ্রেডের হাসপাতালে মধ্যে বিভাজন করে দেওয়া উচিত তার ফলে নরমাল অপারেশন এবং ছোটখাটো কিছু অপারেশনের ক্ষেত্রে এবং একটি বিভাজন করা খুবই দরকার ।যার ফলে সুপারস্পেশালিটি হাসপাতাল গুলোতে কাজ করতে অনেক সুবিধা হবে একমত পোষণ করেছেন ডিসান হাসপাতালে অধিকর্তাও।
স্বাস্থ্যসাথী নিয়ে শহর কলকাতার 42 টি বেসরকারি হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক
শনিবার,৩০/০১/২০২১
788