কলকাতায় সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চের দাবি তৃণমূল আইনজীবী সেলের


শনিবার,৩০/০১/২০২১
835

সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করা, আইনি ব্যাবস্থাকে সুদৃঢ় করার দাবি নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিনের সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারের কৃষি এবং শ্রম আইন প্রত্যাহার করার দাবি জানান তৃণমূল আইনজীবী সেলের নেতারা। আইনজীবী সম্মেলন থেকে একগুচ্ছ প্রস্তাব পেশ করেন সংগঠনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।

জেলায় জেলায় প্রত্যেক কোর্টে আইনজীবী টিম গঠন করার প্রস্তাব রাখেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক মামলায় দলীয় কর্মীদের পাশে থাকবে এই টিম। তিন হাজারের বেশি আইনজীবী এদিনের সম্মেলনে যোগদান করেন।

তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের পক্ষ থেকে এদিন প্রশ্ন তোলা হয়, সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ কেন কলকাতায় হবে না? আমরা এই দাবি নিয়ে আন্দোলন করব বলে জানান সংগঠনের সদস্যরা। এদিন মলয় ঘটক বলেন, নতুন চারটি জেলার মধ্যে তিনটিতে জেলা আদালত কাজ শুরু করে দিয়েছে। এই সম্মেলনে অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী সসহ তৃণমূল কংগ্রেসের আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট