সব জনপ্রতিনিধিকে নিয়ে কোর কমিটির বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়


শনিবার,৩০/০১/২০২১
809

বিধানসভা ভোটের আগে ঘরে ভাঙন অব্যাহত শাসকশিবিরে। প্রতিদিনই তৃণমূলের কোনও না কোনও মন্ত্রী, বিধায়ক, সাংসদ ‘বেসুরো’ হচ্ছেন। দলত্যাগও ইদানিং আর খুব একটা ব্যতিক্রমী ঘটনা নয়। এই আবহে দলের অন্দরের পরিস্থিতি ভালভাবে বুঝে নিতে শুক্রবার সব জনপ্রতিনিধিকে নিয়ে কোর কমিটির বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে কোর কমিটির বৈঠক শুক্রবার করে হয়েই থাকে। কিন্তু আজকের বৈঠক তার চেয়ে কিছুটা আলাদা এবং অধিক গুরুত্বপূর্ণ।শুক্রবার বিকেলে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়ির বৈঠকে ডাকা হয় দলের সব বিধায়ক, সাংসদকে। আর তাঁদের উপস্থিতি দেখেই মমতা আসন্ন নির্বাচনী লড়াইয়ে তাঁর আসল সৈন্য কারা তা বুঝে নিলেন। হুইপ জারি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন খারিজ প্রস্তাব পেশের মতো গুরুত্বপূর্ণ পর্বে অংশ নিতে গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল। জোর জল্পনা, খুব সম্প্রতি অন্যান্যদের সঙ্গে তিনিও বিজেপিতে নাম লেখাবেন। শুক্রবারের বৈঠকে হাজির ছিলেন না তাঁরা।

এদিন রাতেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, ৩০ এবং ৩১ তারিখ তাঁর হাত ধরেই তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রী বিজেপিতে যোগ দিতে পারেন। তার আগেই কোর কমিটির বৈঠক করলেন মমতা। বৈঠক শেষে দলের বর্ষীয়ান নেতার সৌগত রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন আগামী 1 ফেব্রুয়ারি থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করে দেবে দল। রাজ্যের সর্বত্র মিটিং মিছিল শুরু করবে। একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে বৈঠক থেকে। পাশাপাশি বিধানসভায় বাজেট অধিবেশন ওই অধিবেশনে দলের সকল বিধায়করা যাতে উপস্থিত থাকেন সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর এই দিনের বৈঠকে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের উদ্দেশ্যে বলেন যদি কেউ চলে যেতে চান চলে যান। আর দেরি নয়। দল তাদের আটকে রাখতে চাইনা। দলীয় নেতৃত্ব কে বিধানসভা ভোটের জন্য নিজ নিজ এলাকায় এখন থেকেই জমি আঁকড়ে পড়ে থাকার নির্দেশ দেন মমতা। বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার নির্দেশ দেন মমতা। সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দেন। গত 10 বছরে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এনেছে তা সাধারণ মানুষকে বোঝাতে হবে সাধারণ মানুষ উন্নয়নে নিরিখে নির্বাচনে তাদের দলকে সমর্থন করবে এই আশায় রাখে মমতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট