শিবপুর বোটানিক্যাল গার্ডেনের দেখভাল, রক্ষণাবেক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে গতকাল বুধবার বোটানিক্যাল গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক আলোচনায় মিলিত হন বি.গার্ডেন সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। গত বছর বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ের কারণে বাগানটির ব্যাপক ক্ষতি হয়। এরপরে এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বাগানের সৌন্দর্য্যায়ণ, নষ্ট হয়ে যাওয়া ওই ঝড়ে পড়ে যাওয়া গাছগুলির ক্ষেত্রে নতুন গাছ লাগানো, বাগানে দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা তৈরি, পরিশ্রুত পানীয় জল সরবরাহ, বাগানের ২৪টি জলাশয়ের আন্তঃসংযোগ সচল রাখা, বাগানে উচ্চক্ষমতার পরিবর্তে সোলার আলোর ব্যবস্থা করা সহ একাধিক বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।
উল্লেখ্য, শিবপুর বোটানিক্যাল গার্ডেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও উদ্ভিদের প্রজাতি সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে সমৃদ্ধ ও ঐতিহ্যশালী গার্ডেন। এই বাগানে উদ্ভিদবিজ্ঞান, ঔষধি গাছ ও উদ্যানপালন বিষয়ে গুরুত্ব রয়েছে এমন উদ্ভিদ সংক্রান্ত গবেষণা চলত এখানে। এই সংক্রান্ত গবেষণায় সারা বিশ্বে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিও পেয়েছিল একসময়। এই বৈঠকে বোটানিক্যাল গার্ডেনের যুগ্ম অধিকর্তা কণাদ দাস জানান, বোটানিক্যাল গার্ডেনের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ব্যাপারে ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের কাছ থেকে সাহায্যের আবেদন করেন। বাগানের উন্নয়নমূলক কাজে সর্বতোভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয় ওয়াকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও।