দীর্ঘদিন আগেই পরিকল্পনা নিয়েও জমিজটের আটকে রয়েছে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত রেল পরিষেবা। 100 কোটি টাকা খরচ করে ওভার ব্রিজ তৈরি করা হয়েছে কিন্তু এখনও চালু করা যায়নি পরিষেবা। সেই কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন পূর্ব রেলের ডি আর এম, এস পি সিং। কয়েক বছর আগেই কৃষ্ণনগর থেকে আমঘাটা, তেওরখালি থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত বড় রেল পরিষেবার কথা ঘোষণা করেছিল রেল দপ্তর। সেইমতো কাজ শুরু হয়ে গেছিল। নবদ্দীপ আমঘাটা পর্যন্ত রেললাইন তৈরির কাজ দীর্ঘদিন আগে সমাপ্ত হলেও আমঘাটা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত জমি জটের কারণে কাজ বন্ধ হয়ে রয়েছে। এদিন ডিআরএম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই কিছু সমস্যা চলছে যত দ্রুত জমিজট কাটিয়ে ওঠা যাবে ততো তাড়াতাড়ি রেল পরিষেবা আমরা চালু করতে পারব। এর পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে, তারা যত দ্রুত হস্তক্ষেপ করে জমিজট কাটিয়ে তুলতে পারবে তত তাড়াতাড়ি মানুষ পরিষেবা পাবেন।
নবদ্বীপ ধাম পর্যন্ত রেল পরিষেবা পরিদর্শনে এলেন পূর্ব রেলের ডি আর এম, এস পি সিং
বুধবার,২৭/০১/২০২১
1009