মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত ৩২তম হাওড়া জেলা বইমেলার শুভ সূচনা হলো। ২৬ জানুয়ারি মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে হাওড়ার শরৎ সদন প্রাঙ্গণে এই বইমেলার শুভ সূচনা হয়। বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। এ বছরে মেলার থিম ‘ভারতের সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে অটুট রাখবো।’
এদিন উদ্বোধনী ভাষণ দেন জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যুৎ দাস। অসুস্থতার কারণে উদ্বোধনে আসতে পারেননি রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তবে অন্যান্যদের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, বিধায়ক জটু লাহিড়ী, হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা,তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রীধর মন্ডল, হাওড়ার অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত সন্দীপ নাগ, প্রাক্তন মেয়র পারিষদ দিব্যেন্দু মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। বইমেলার ক’দিন অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা, সংগীত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর হাওড়া জেলা বইমেলায় কলকাতার বিভিন্ন নামী প্রকাশনী সংস্থা স্টল দিয়েছেন। প্রায় ৬০টি স্টল হয়েছে বইমেলায়।