এ বছরের নতুন ভোটারদের সংবর্ধনা এবং ভোটার কার্ড প্রদান করার মাধ্যমে নদিয়ার কৃষ্ণনগরে পালিত হলো জাতীয় ভোটার দিবস। সংবর্ধনা দিলেন নদীয়া জেলার জেলাশাসক পার্থ ঘোষ।উল্লেখ্য গোটা দেশজুড়ে 25 শে জানুয়ারি পালন করা হয় জাতীয় ভোটার দিবস। মূলত যারা নতুন ভোটার তাদেরকে সংবর্ধনা, জাতীয় ভোটার দিবস পালন করার মূল উদ্দেশ্য। এদিন নদিয়ার কৃষ্ণনগরের জেলা পরিষদ কক্ষে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। নদীয়ার বেশ কয়েকজন নতুন ভোটারদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে। উপস্থিত ছিলেন নদীয়া জেলার জেলাশাসক পার্থ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। সংবর্ধনার পাশাপাশি এই অনুষ্ঠান থেকে নতুন ভোটারদের ভোটার কার্ড বিতরণ করা হয়। এর পাশাপাশি শপথ নেওয়া হয় যাতে আগামী নির্বাচন অবাধ এবং পক্ষপাতিত্ব হীন ভাবে হয়। জেলাশাসক পার্থ ঘোষ জানান,এবছর নির্বাচন কমিশন নতুন নিয়ম করেছে তাদের সঙ্গে করে ভোটার কার্ড না নিয়ে গেল তারা মোবাইলে আপলোড করে ভোট প্রদান করতে পারবে।কৃষ্ণনগরের পাশাপাশি নদীয়া জেলার প্রতিটি মহাকুমা এবং ব্লক স্তরে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে।
ভোটার কার্ড প্রদান করার মাধ্যমে নদিয়ার কৃষ্ণনগরে পালিত হলো জাতীয় ভোটার দিবস
সোমবার,২৫/০১/২০২১
788