বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী


রবিবার,২৪/০১/২০২১
922

শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আনা হয়েছে। বুকে ব্যথা অনুভব করায় তাঁকে রবিবার সকালে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে আনা হয়। তিনি এই মুহুর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। অরূপ রায়ের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন। হাসপাতালে ছুটে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। অরূপবাবুর শারীরিক পরীক্ষা চলছে।প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করে পরীক্ষা করা হতে পারে। গতকাল বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি।এরপর বাড়ি চলে যান। বাড়িতে চিকিৎসক এসে ওষুধপত্র দেন। কিন্তু ভোররাত তিনটে নাগাদ ফের বুকে ব্যথা অনুভব করেন।এরপর আজ সকালে চিকিৎসক এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট