রাণাঘাটে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে নেতাজী স্মরণ


শনিবার,২৩/০১/২০২১
1272

নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করল রাণাঘাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে দুঃস্থ দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এই উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তুলে ধরা হয় নেতাজীর আদর্শ। শনিবার নদীয়ার গাংনাপুরের ঘোলা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা কর্মদক্ষ, নদীয়া জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কল্যাণ বিভাগের বর্ণালী দে, কুপার্স ক্যাম্পের ভাইস চেয়ারম্যান দিলীপ দাস সহ অন্যান্য নেতা নেত্রী ও দলের কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও নেতাজির ছবিতে মাল্যদান করা হয়। এরপরে দুঃস্থদের মধ্যে বস্তু বিতরণ করেন বর্ণালী দে। অনুষ্ঠান থেকে তৃণমূলের নেতানেত্রীরা মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে দাবি করেন নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষনার। এদিনের মঞ্চ থেকে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হন কুপার্সের জনপ্রিয় তৃণমূল নেতা তথা পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ দাস। দেশনায়ক দিবস হিসাবে পালন করা হয় দিনটি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট