গতকাল প্রথমে মন্ত্রিত্ব ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে রাজীবের পক্ষে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় দল থেকে বহিষ্কৃত হতে হয় বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে। শনিবার হাওড়ায় এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করলে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার মনে হচ্ছে এটা এতটাই দুঃখজনক যে, তিনি মনে হয়না এমন কিছু কথা বলেছেন যার জন্য ওনাকে বহিষ্কার করতে হলো। এরকমও কিছু সতীর্থ এবং সহকর্মী আছেন তারা গতকাল এমন কিছু মন্তব্য করেছেন, যে তাদের কেউ সতর্ক করলেন না। এগুলো সবই মানুষ দেখেছেন। আগামী দিনে মানুষই এর বিচার করবেন।” রাজীববাবু আরও বলেন, “জীবনে কোনদিনই আমি কাউকে আঘাত দিইনি। আগামীদিনেও কাউকে আঘাত দেবনা। চলার পথে মানুষকে যতটা সাহায্য এবং সহযোগিতা করার সেটা করবো।” তেইশে জানুয়ারি সকালে বৈশালী ডালমিয়ার ফেসবুক পোস্ট নিয়ে রাজীববাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বৈশালীদি যেটা লিখেছেন সেটা ওনার নিজস্ব মতামত। এনিয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে আজকের দিনটা পবিত্রভাবে পালন করলাম। এই কারণে আজকের দিনটা ভালো লাগছে।”
শনিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের পাকুড়িয়া তেঁতুলকুলিতে ফ্রি কোচিং সেন্টারের প্রথম মক টেস্ট কর্মসূচিতে উপস্থিত হয়ে এমন মন্তব্য করলেন সদ্য বনমন্ত্রী পদ থেকে পদত্যাগ করা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই যে এত সম্মান এত মর্যাদা তা সবই জীবনের নানা বাধা বিপত্তিকে সামনে রেখে ধাপে ধাপে উপরে উঠে হয়েছে। তাই ছাত্রছাত্রীদের হতাশ হলে হবে না। তাঁদের জীবনের প্রতিটি মুহুর্তে নানা বাধা বিপত্তিকে পেরিয়ে উপরে উঠতে হবে। আমাদেরও প্রতিটি মূহুর্তে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে এদিন সাংবাদিকদের সামনে মন্তব্য করেন রাজীববাবু। কাউকে ধাক্কা মেরে কি উপরে ওঠা যায়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি জানান, জীবনে কাউকে আঘাত দিইনি। আগামী দিনেও দেব না। কে কোথায় কাকে ধাক্কা দিচ্ছে সেটা তাঁদের ব্যাপার। আমি চলার পথে সাধারণ মানুষের পাশে থাকবো। তাঁদের যতটা সহযোগিতা করার করবো। প্রসঙ্গত এদিন রাজীব ব্যানার্জি হাওড়ার ডোমজুড়ের তাঁর ফ্রি কোচিং সেন্টারের প্রথম মক টেস্টে উপস্থিত ছিলেন। সেখানেই শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
মোহনবাগান সুপার জায়ান্ট ১২ এপ্রিল ২০২৫ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আইএসএল ২০২৪-২৫ ফাইনালে বেঙ্গালুরু এফসিকে…
১২ এপ্রিল ২০২৫, আইপিএল ২০২৫-এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২৪৬ রানের বিশাল লক্ষ্য…
দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার পর্দায় হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে। তাঁর…
কলকাতার দক্ষিণ অঞ্চলে বৃহস্পতিবার রাতে হেনস্থার শিকার হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ব্যাডমিন্টন খেলে…
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫:গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় হাজারো মানুষ রাস্তায়…
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গত কয়েক দিনে…