২৩ জানুয়ারী দেশনায়ক দিবসের সকালেও হাওড়ার বেলুড় থানা এলাকার লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরষ্পরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, ৬২ নং ওয়ার্ডে ওই ঘটনায় তাদের দলের মন্ডল সভাপতি এবং ওই বিধানসভা এলাকায় দলের এক কনভেনরকে মারধর করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা। মন্ডল সভাপতির বাড়িতেও হামলা হয়। এই ঘটনায় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নিজের দলবল সহ তাদের ওপর চড়াও হন বলে বিজেপি অভিযোগ তুলেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, একটি অনুষ্ঠানের নাম করে স্থানীয় এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা দাবি করছিল বিজেপির কর্মীরা। এর প্রতিবাদ করায় কয়েকজনকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। তখন প্রতিবাদে রাস্তায় নামেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সেখানে বিজেপির একটি অনুষ্ঠান ছিল।
সেই অনুষ্ঠানে লিলুয়া পাঠক বাড়ির সামনে পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও বিজেপির তরফে অভিযোগ গতকালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে হামলা চালায় শাসক দলের লোকেরা। ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থায় শ্রমজীবী হাসপাতলে ভর্তি রয়েছেন। এই প্রসঙ্গে হাওড়া বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা জানান, শুক্রবার তাদের দলের অনুষ্ঠানে পতাকা লাগানোকে কেন্দ্র করে তাদের বচসা হয় শাসক দলের কর্মীদের সাথে। পুলিশের হস্তক্ষেপে তা মিটে যায়। আজ সকালে স্থানীয় তৃণমূলের এক নেতার উপস্থিতিতে তাদের মন্ডল সভাপতি ও এক কনভেনরের উপর হামলা চালানো হয়। এদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র বলেন, অনুষ্ঠানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছিল। সেই টাকা না দেওয়ায় কয়েকজনকে বিজেপির দুষ্কৃতকারীরা মারধর করে। এর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানায় এলাকার মানুষ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…