দেশনায়ক দিবসের সকালেও হাওড়ায় লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় রাজনৈতিক উত্তেজনা


শনিবার,২৩/০১/২০২১
913

২৩ জানুয়ারী দেশনায়ক দিবসের সকালেও হাওড়ার বেলুড় থানা এলাকার লিলুয়া মাতোয়ালা চৌরাস্তায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হলো। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরষ্পরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। বিজেপির অভিযোগ, ৬২ নং ওয়ার্ডে ওই ঘটনায় তাদের দলের মন্ডল সভাপতি এবং ওই বিধানসভা এলাকায় দলের এক কনভেনরকে মারধর করে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা। মন্ডল সভাপতির বাড়িতেও হামলা হয়। এই ঘটনায় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক নিজের দলবল সহ তাদের ওপর চড়াও হন বলে বিজেপি অভিযোগ তুলেছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, একটি অনুষ্ঠানের নাম করে স্থানীয় এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা দাবি করছিল বিজেপির কর্মীরা। এর প্রতিবাদ করায় কয়েকজনকে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। তখন প্রতিবাদে রাস্তায় নামেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সেখানে বিজেপির একটি অনুষ্ঠান ছিল।

সেই অনুষ্ঠানে লিলুয়া পাঠক বাড়ির সামনে পতাকা লাগানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেও বিজেপির তরফে অভিযোগ গতকালের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে হামলা চালায় শাসক দলের লোকেরা। ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থায় শ্রমজীবী হাসপাতলে ভর্তি রয়েছেন। এই প্রসঙ্গে হাওড়া বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা জানান, শুক্রবার তাদের দলের অনুষ্ঠানে পতাকা লাগানোকে কেন্দ্র করে তাদের বচসা হয় শাসক দলের কর্মীদের সাথে। পুলিশের হস্তক্ষেপে তা মিটে যায়। আজ সকালে স্থানীয় তৃণমূলের এক নেতার উপস্থিতিতে তাদের মন্ডল সভাপতি ও এক কনভেনরের উপর হামলা চালানো হয়। এদিকে, এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র বলেন, অনুষ্ঠানের নামে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছিল। সেই টাকা না দেওয়ায় কয়েকজনকে বিজেপির দুষ্কৃতকারীরা মারধর করে। এর প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানায় এলাকার মানুষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট