ছাত্রীর হত্যাকারীর শাস্তির দাবিতে নাজিরগঞ্জে অবরোধ


সোমবার,১৮/০১/২০২১
691

নিখোঁজ থাকার ১১দিন পরে শনিবার পুকুর থেকে উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রী রুকসার খাতুনের ( ২২ ) দেহ। হাওড়ার নাজিরগঞ্জে ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সোমবার সকালে স্থানীয় সত্যেন বসু রোড সংলগ্ন পোদরা মোড়ে অবরোধ করেন স্থানীয় মানুষ।

রুকসার খাতুনের হত্যাকারীর শাস্তি চাই এবং এই ঘটনার সুবিচার চাই, এই দাবিতে এদিন সকালে বিক্ষোভ দেখান তাঁরা। উল্লেখ্য, পোদরার আজাদনগর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী রুকসার খাতুন গত ৫ জানুয়ারী থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বিকেল ৫টা নাগাদ ছাত্রীটি খাতা কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর শনিবার এলাকার কাছেই একটি পুকুর থেকে রুকসারের দেহ উদ্ধার হয়। ওই তরুণী কী ভাবে পুকুরে ডুবে গেলেন তা জানা যায়নি। এলাকার বাসিন্দারা দাবি করেন এটি খুন। হত্যাকারীর শাস্তি চাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট