বিজেপির মিছিলে ব্যাপক গন্ডগোল


সোমবার,১৮/০১/২০২১
710

দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল বিজিপির পক্ষ থেকে। এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ দলের শীর্ষ নেতারা। মিছিল মুদিয়ালি মোড় পৌঁছাতেই ব্যাপক গন্ডগোল শুরু হয়। বিজেপির অভিযোগ একটি বহুতল থেকে ইট ছোড়া হয় বিজেপির মিছিলের উদ্দেশ্যে। এই ঘটনায় তাদের এক কর্মী রক্তাক্ত হয়। পাল্টা গুন্ডামি শুরু করে বিজেপির কর্মীরা। দেশপ্রাণ বীরেন্দ্র নাথ ইনস্টিটিউশনে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপির গুন্ডা বাহিনীর। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক বাইক ভাঙচুর করে তারা। ভাঙচুর হয় গাড়িও। আক্রমণের হাত থেকে রেহায় পায়নি রাস্তার ধারের একটি মন্দির। ওই মন্দিরের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা। বিজেপি কর্মীদের লাঠির আঘাতে জখম হন একটি বহুতল এর সিকিউরিটি গার্ড। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। বিজেপি কর্মীদের এই ধরনের তান্ডবের তীব্র নিন্দা জানান তারা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ওই এলাকা নতুন করে যাতে উত্তপ্ত না হয় সেজন্য পুলিশ পিকেট বসেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট