“হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমরা এখানে সবাই এক। আমরা বিজেপিকে এখানে ভাগ করতে দেব না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই এখানে থাকবে। এই বাংলায় যারাই রয়েছেন একটা লোককেও আমরা এনআরসি’তে তাড়াতে দেবো না। আজ থেকে ৫০ বছর আগে আমার পৈতা হয়েছে। আমি এখনো প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করি। শিবের মাথায় জল ঢালি। মা কালীর পুজো করি। দেবতার মন্ত্র জপ করি। যতক্ষণ না চণ্ডীপাঠ করি ততক্ষণ পর্যন্ত এক গ্লাস জলও আমি খাইনা। তাই বিজেপি আমাকে হিন্দু ধর্ম শিখিও না। রাতে বাড়ি ফেরার পরেও ঠাকুরের পুজো করে তারপর আমি খাবার খাই। আমাকে হিন্দু ধর্ম তোমাদের কাছে শিখতে হবে না। বিজেপি, আরএসএস বা কতিপয় কট্টর হিন্দুবাদীদের কাছে আমার হিন্দু ধর্ম শেখার দরকার নেই।”
রবিবার হাওড়ার জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী কৃষিবিল এবং কেন্দ্রীয় জনবিরোধী নীতির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি মঞ্চে একথা বলেন।