স্বাস্থ্যকর্মীদের মনের ভয় দূর করতে কি করলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক ?


শনিবার,১৬/০১/২০২১
695

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম:– কাউন্টডাউন শেষ। আজ, শনিবার দেশজুড়ে সূচনা হচ্ছে আপদকালীন টিকাকরণ কর্মসূচির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল সাড়ে দশটায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

স্বাস্থ্যকর্মীদের মনের ভয় দূর করতেই ঝাড়গ্রামে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন ঝাড়গ্রামে মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা । মুখ্যস্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আরও ১০ জন স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত ৫ জন ডাক্তার , ১ জন নার্স, ১ জন অফিস স্টাফ , ১ জন্য ড্রাইভার সহ আরও দুই জন স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত ব্যক্তি করোনা ভ্যাকসিন নেয় ।

ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, এদিন জেলায় যে চারটি করোনা ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প হয়েছে সেখানে এদিন মোট প্রতিনি ক্যাম্পে ১০০ জন করে মোট ৪০০ জন কে ভ্যাকসিন দেওয়া হবে । নার্সিং ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম , এসিএমওএইচ মিটিং হল ঝাড়গ্রাম, চিল্কিগড় গ্রামীণ হাসপাতাল এবং গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এও জানা যায় ভ্যাকসিন আসার পূর্বে থেকেই যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা ধরেই এদিন ভ্যাকসিন দেয়া হচ্ছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট