শুক্রবার হাওড়ার আমতা গগন মোড়ের কাছে একটি বেসরকারি বাসের সঙ্গে টোটোর ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। মৃতের নাম সাইনা খাতুন (7)বাড়ি ওই এলাকাতেই। জানা গিয়েছে এদিন বিকেলে একটি বেসরকারি বাস দ্রুতগতিতে এসে সরাসরি রাস্তায় চলা টোটোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় টোটোর উপরে বসে থাকা যাত্রীরা প্রায় কুড়ি ফুট ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। এছাড়া এই ঘটনায় আরো তিন যাত্রী অত্যন্ত আশঙ্কা জনক অবস্থায় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি। ঘাতক বাসটি টোটোকে ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। এরপরেই ওই এলাকার মানুষ ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠায়।
সেখানে তিন জনের অবস্থা আশঙ্কা জনক হলে তাদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। এদিকে এই ঘটনার পরে ওই এলাকা থেকে একশো মিটার দূরে ট্রাফিক থাকলে ও কেন গাড়িটিকে আটক করা গেল না তা নিয়ে প্রশ্ন তুলে আমতা -হাওড়া রোড অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ এলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায়। উত্তেজনা থামাতে নামানো হয় রাফ। রাফ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কার্যত ধুন্ধুমার কান্ড ঘটে যায় আমতার গগন এলাকায়।