হাওড়ায় যজ্ঞ করলো শ্রীরাম সেনা


শুক্রবার,১৫/০১/২০২১
859

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা আয়োজিত শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ নিধি সমর্পন অভিযান ( অর্থ সংগ্রহ অভিযান ) শুরু হয়েছে আজ ১৫ জানুয়ারি থেকে। যা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এই কাজের শুভারম্ভের প্রাক্কালে সর্বাঙ্গীন সফলতা ও জগৎবাসীর মঙ্গল কামনায় আজ ১৫ জানুয়ারি শুক্রবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে শ্রীরাম সেনার পক্ষ থেকে এক যজ্ঞের আয়োজন করা হয়। শ্রীরাম সেনার সভাপতি দেবেন্দ্রনাথ দাস বলেন, “কোনও একক ব্যক্তির অর্থে আমরা রামমন্দির নির্মাণ না করে, সমগ্র ভারতবাসীর অর্থ সাহায্য নিয়ে আমরা রামমন্দির নির্মাণ করব।

যাতে রাম মন্দির নির্মাণ হবার পর যুগ যুগ ধরে মানুষ বলতে পারে একটা ইটও ভারতবাসীর অর্থ সাহায্যে গাঁথা হয়েছে। যারা রামভক্ত স্বেচ্ছাসেবক রয়েছেন, তারা আজকে থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবেন। অর্থ সংগ্রহ করবেন। সেই অর্থ সংগ্রহ অভিযানের আজ শুভ সূচনা হলো। যে কোনও মহান কাজ সূচনার আগে আমরা যজ্ঞের আয়োজন করে থাকি। তাই আজও আমরা হাওড়ায় এই যজ্ঞের আয়োজন করেছি।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট