নিউটাউন সুলঙগুড়ি উত্তর পাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড। ঝুপড়ি বাড়িতে বেশ কিছুক্ষন আগে বাসিন্দারা আগুন জ্বলতে দেখেন। এরপরেই তড়িঘড়ি বাসিন্দারা যেটুকু পেরেছেন জিনিস সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। তবে কতগুলো বাড়ি পুড়েছে এই মুহূর্তে বলা সম্ভব নয়। এলাকার বাসিন্দারা একদিকে নিজেরাই বালতি করে যে যেভাবে পেরেছেন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে দমকল কেও খবর দেওয়া হয়। ঘিঞ্জি এলাকা এবং শুরু রাস্তা হওয়াতে মাঝ পথেই আটকে যায় দমকলের গাড়ি।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন ঘন্টা খানেক পর নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে বিধাননগর পুর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তাপস চ্যাটার্জি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানা যাইনি।
নিউটাউন সুলঙগুড়ি উত্তর পাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ড
বৃহস্পতিবার,১৪/০১/২০২১
1104