নদীয়া: প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের জের, ধারালো অস্ত্র দিয়ে উভয় উভয়ের ওপর আক্রমণ, গুরুতর জখম 6, রক্তাক্ত অবস্থায় প্রত্যেককে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর থানার মুন্সির পুল এলাকার বাসিন্দা দিনোনাথ বাঘ এবং সুশান্ত মন্ডল পাশাপাশি বসবাস করেন। অভিযোগ তাদের বাড়ির জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। জমির কিছু অংশ তারা উভয়পক্ষ দাবি করে তাদের। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই পরিবারের মধ্যে ঝামেলা লেগেই থাকত। স্থানীয়রা একাধিকবার সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে একাধিকবার থানার দ্বারস্থ হয় উভয় পক্ষই। অভিযোগ তাতেও কোনো সমস্যা সমাধান হয়নি। বুধবার হঠাৎ ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
অভিযোগ এরপর এই উভয় পক্ষই শাফল দা-কুড়াল নিয়ে একে অপরের প্রতি আক্রমণ শুরু করে। ধারালো অস্ত্রের কোপে মাথা ফেটে যায় অনেকের। চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা ছুটে এসে দেখে উপভোগ করে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এর পরে তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর উভয় পক্ষই শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদি ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।