“আজকে নয়, সবাই জানে কেডি সিং কে। দশ বছর ধরে এটা চলছে। সিবিআই, ইডি যে মামলা করেছে তার উপরেই তদন্ত চলছে। তিনি যদি কিছু না করে থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। উনি যদি কিছু করে থাকেন তাহলে ওনাকে এর জবাব দিতে হবে।” বুধবার হাওড়ায় যোগদান মেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায়কে সবার আগে গ্রেফতার করা উচিত বলে তৃণমূলের দাবি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কাকে কাকে গ্রেফতার করা হবে তৃনমূল কি বলবে? তাহলে তো ওদের পুরো পার্টিটাই বন্ধ হয়ে যাবে। আমাদের ইডি এবং সিবিআইয়ের প্রতি সম্পূর্ণ ভরসা আছে। তদন্তে যার নাম আসবে তাঁদের কাছেই সমন যাবে। তৃণমূল আগে নিজের ঘর সামলাক।” এদিন দিলীপ ঘোষ বলেন, “আমাদের ওরা ভয় পায় সেইজন্য আমাদের নামে এফআইআর করা হয়।
এদের কোনও কাজ নেই কি করা যাবে। ওইজন্যই আমাদের বিরুদ্ধে কেস করে। এফআইআর করে।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় যদি আমাদের দলে আসেন তাহলে স্বাগত।” তৃণমূল কংগ্রেসের নেতা যার বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কে টাকা তছরুপের অভিযোগ রয়েছে, সেই শ্রীকান্ত ঘোষের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,”যারা তৃণমূলের সঙ্গে থাকতে পারেননি চলে আসছেন। যারা চলে আসছেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। সত্যি সত্যিই কেউ অন্যায় করলে তার বিচার হবেই।”