রাজনৈতিক শত্রুতার জেরে কয়েক লক্ষ টাকার কালো জিরে গাছ নষ্ট হতাশ নেতা


বুধবার,১৩/০১/২০২১
680

রাজনৈতিক শত্রুতার জেরে এক বিজেপি নেতার সাড়ে তিন বিঘা জমিতে কালোজিরে চাষ নষ্ট করে দিল, এর ফলে বেশ কয়েক লক্ষ টাকার কালো জিরে গাছ নষ্ট হওয়ায় হতাশ বিজেপি নেতা। যদিও তৃণমূলের পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করে বলা হয়, এটা তাদের দলীয় গোষ্ঠী কোন্দল। ঘটনাটি ঘটে নদীয়ার চাকদহ থানার মদনপুর শিকারপুর এলাকায়। দশরথ অধিকারী নামে কল্যাণী মন্ডল সভাপতির একটি জমি রয়েছে শিকারপুর এলাকাতে, তিনি তার সাড়ে তিন বিঘা জমিতে কালোজিরে চাষ করেছিলেন, গতকালকে জমিতে গিয়ে দেখতে পান তার জমির প্রায় বেশিরভাগ অংশটা বিষাক্ত কিছু স্প্রে করে সেই সমস্ত গাছ রাতের অন্ধকারে নষ্ট করে দিয়েছে বাকি অংশ রোদ উঠলেই গাছ মরে যাচ্ছে এবং সমস্ত গাছের গোড়া পচে যাচ্ছে বলে তিনি জানান। কালোজিরা চাষ এমনিতেই লাভজনক।

https://youtu.be/m7JXw4wrjWM
রাজনৈতিক শত্রুতার জেরে কয়েক লক্ষ টাকার কালো জিরে গাছ নষ্ট হতাশ নেতা

তিনি নিজে একজন চাষী, তাই ভালো লাভের আশায় কালোজিরে চাষের জন্য বেশ কয়েক হাজার টাকা খরচাও করেছিলেন। কিন্তু মাঝপথে এই ধরনের ঘটনায় তিনি হতবাক । তিনি বলেন, যেহেতু তিনি রাজনীতি করেন সে কারণে তাকে আর্থিক দিক থেকে দুর্বলতা করবার জন্যই শত্রুতা করে জমিতে বিষতেল দিয়ে দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে এই ধরনের অন্যায় কোন রকম ভাবেই তিনি মেনে নেবেন না। ঘটনার কথা জানিয়ে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদাহ থানার পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট