আজই ঘুরে এলাম গঙ্গাসাগর থেকে


সোমবার,১১/০১/২০২১
748

সঞ্জীব ঘোষ : আজই ঘুরে এলাম গঙ্গাসাগর থেকে। হ‍্যা গঙ্গাসাগর মেলা এবছর হচ্ছে।অন‍্যবছরের তুলনায় এবারের মেলা আরও বেশি আকর্শনিয় এবং শৃংখলাবদ্ধ। এবছরের মেলাতে করোনার জন‍্য রয়েছে Covid test centre,অস্থায়ী Covid Hospital,Corantain centre,SARI Isolation Ward.তবে সবথেকে উল্লেখযোগ্য প্লাস্টিক মুক্ত মেলা করার জন‍্য GBDA এর পক্ষ থেকে বিনামুল্যে কাগজের ব‍্যাগ,মাস্ক বিলি করা হচ্ছে ।

ছবি – সঞ্জীব ঘোষ

এবং মেলা প্রাঙ্গণ পরিস্কার রাখতে প্রচুর কর্মি চোখে পরল যারা সর্বত কাজ করছে। মেলাতে প্রশাসনের করা নজরদারি রয়েছে। রাত্রিবাসের জন‍্য অসংখ্য তাবু করা হয়েছে। এবারের পূর্ণকলা স্নান ১৪ ই জানুয়ারি সকাল ৬:৩০ থেকে ১৫ ই জানুয়ারি সকাল ৬ টা পযর্ন্ত।

ছবি – সঞ্জীব ঘোষ

গঙ্গাসাগর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, বিনামুল্যে বাড়িতে বসে অনলাইন গঙ্গাসাগরের জল ও প্রসাদ কিভাবে পাবেন এবং পুরো মেলার বার্ডআই ভিউ দেখতে হলে নীচে দেওয়া লিংকটিতে ক্লিক করুন।

ছবি – সঞ্জীব ঘোষ

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট