গরু পাচার রোধে বড় সড় সাফল্য , কোথায় ও কিভাবে ?


রবিবার,১০/০১/২০২১
808

হাওড়া, উলুবেড়িয়া: গরু পাচার নিয়ে রাজ্য রাজনীতি সরগরমের মধ্যেই গরু পাচার রোধে বড় সড় সাফল্য পেল হাওড়া গ্রামীণ পুলিশ।রবিবার সকালে হাওড়ার রাজাপুর থানা এক অভিযান চালিয়ে পাঁচলা মোড় থেকে আটক করলো দুটি গরু বোঝাই গাড়ি। যার মধ্যে প্রায় একশোটি গরু ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সুত্রে খবর রবিবার ভোরে পুলিশ গোপন সুত্রে খবর পায় যে ঝাড়গ্রাম থেকে দুটি গাড়িতে করে বেআইনি ভাবে গরু পাচার করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঝাড়গ্রাম থেকে ওই গাড়িটিকে ট্রেক করতে থাকে। পুলিশের তাড়া খেয়ে গাড়িটির গতি বাড়িয়ে দেয়। ধাওয়া করে ওই গাড়ি দুটিকে শেষ পর্যন্ত পাঁচলা মোড়ে আটকায় পুলিশ।

জানা গিয়েছে এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম সামসুদ্দিন মোল্লা, জাকির কাজী ও রাহান নস্কর। এদের মধ্যে প্রথম দু জনের বাড়ি ভাঙড় ও রাহানের বাড়ি মহেশপোতায়। জানা গিয়েছে এদিন পুলিশ কার্যত ঘিরে ধরে জাতীয় সড়কের উপর গরু বোঝাই গাড়ি উদ্ধার করে। উল্লেখ্য এই গাড়ি গুলির মাধ্যমে পেট্রাপোল সীমান্ত দিয়ে গরু পাচার হত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট