১১ ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হল। স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিলেন বিকেলে।
‘আমেরিকার বোন ও ভায়েরা‘ (Brothers and Sisters of America) এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে সাত হাজার শ্রোতা তাকে বিপুল অভিনন্দন জানাল।
এরপর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণ দেন। তাতে সব ধর্মের প্রতি তার উদার প্রীতিপূর্ণ মনোভাবের অপূর্ব প্রকাশ দেখে শ্রোতারা মুগ্ধ হয়। রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন স্বামীজী। ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত চলল ধর্ম মহাসভা।
তাকে প্রায় প্রতিদিনই বক্তৃতা দিতে হত। তাঁর উদার যুক্তিমূলক চিন্তার জন্য সকলেই তাকে ধর্ম মহাসভার শ্রেষ্ঠ বক্তা হিসাবে স্বীকার করে নেন। শিকাগোর রাস্তায় রাস্তায় লাগানো হয় স্বামী বিবেকানন্দের ছবি।