হাওড়া স্টেশন সংলগ্ন দিঘা হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুস্কৃতিকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স।ধৃতদের নাম আব্দুল কাদির ও গুলাম ওয়ারিশ। বিহারের ভাগলপুর থেকে এরা এসেছিল বলে জানা গেছে। এদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ এদের গ্রেফতার করে। গ্রেফতারের পর আনা হয় হাওড়ার গোলাবাড়ি থানায়। পরে সেখান থেকে এদের আদালতে তোলা হয়।
হাওড়া স্টেশন সংলগ্ন দিঘা হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুস্কৃতি গ্রেফতার
শনিবার,০৯/০১/২০২১
789